নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে সন্ধি’র দোয়া ও বৃক্ষরোপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ২৫ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে সন্ধি’র দোয়া ও বৃক্ষরোপন

 উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সন্ধি সামাজিক সংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনটির সভাপতি মো: নূরউদ্দিন সাগর বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে সম্ভাবনাময় প্রাণগুলো হারিয়েছি, তা শুধু তাদের পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আল্লাহ্ যেন তাদের জান্নাতবাসী করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দান করেন। পাশাপাশি সেই ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তারা দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসুক এ কামনা করছি। সন্ধি সামাজিক সংগঠন সবসময় মানবিকতার পাশে ছিল, আছে এবং থাকবে।

বক্তব্য শেষে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারদের শোক সহ্য করার দোয়াও করা হয়।

দোয়া শেষে নিহতদের স্মরণে দেওভোগের প্রাইমারী স্কুল মাঠসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মো: আবু তাহের শামীম, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মো: শামসুল করিম, সন্ধি সামাজিক সংগঠনের সহ সভাপতি মো: সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: খালিদ হোসেন পলাশ, সহ সাধারণ সম্পাদক মো: আবু হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান অভি, সহ সাংগঠনিক সম্পাদক অনিক দাস, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, প্রচার সম্পাদক টুটুল চন্দ্র শীল, সমাজ কল্যান সম্পাদক মো: নয়ন, কোষাধ্যক্ষ শংকর দাস, কার্যকরী সদস্য মো: রাজ্জাক, মো: রনি, সদস্য কানাই মন্ডল, আকাশ দাস, মো: সুমন, মো: শাহিন, সীমান্ত, মো: রমজান প্রমূখ।

সম্পর্কিত বিষয়: