বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চমতলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) ক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের নতুন এই নান্দনিক পরিবেশের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন, যেখানে ক্লাবের আধুনিকায়ন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোহাম্মদ আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রধান অতিথি মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে ক্লাবের আধুনিকায়নে ইন্টেরিয়র উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে সদস্যদের জন্য আরও আরামদায়ক ও কার্যকর একটি পরিবেশ তৈরি হবে।
তিনি ফজলুল হকের সঙ্গে একমত পোষণ করে বিকেএমইএ-এর কাছে থাকা প্রেস ক্লাবের ২য় তলার ফ্লোরটি ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিকেএমইএ সভাপতির সদিচ্ছাই যথেষ্ট বলে মন্তব্য করেন। পাশাপাশি, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের একজন প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়ে ক্লাবের উন্নয়নে ব্যবসায়ী হিসেবে সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধক মোহাম্মদ হাতেম ক্লাবের এই অগ্রযাত্রাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বক্তারা সকলে এই কাজের কৃতিত্ব তাকে দিলেও তিনি এই সৌন্দর্যের প্রথম কৃতিত্ব প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও শ্যামলকে দেন। দ্বিতীয়ত কৃতিত্ব দেন বিকেএমইএ-এর বোর্ড মেম্বারদের দেন, যারা এক বাক্যে এই কাজে সম্মতি জানিয়েছিলেন।
প্রেসক্লাব ভবনের ২য় তলার ফ্লোর ফিরিয়ে দেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, "ফ্লোর ফিরিয়ে দেয়ার যে দাবি আপনারা করেছেন, তা খুব একটা কঠিন নয়। এই দাবি পূরণ হওয়ার মতো, হবে বলেও আমি আশাবাদি। ইজিএমে সাধারণ মেম্বাররা এর বিরোধীতা করবে বলে মনে হয় না। আপনাদের দাবির বিষয়ে আমি আন্তরিকভাবে চেষ্টা করবো।"
তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে কিছু পার্থক্য এবং নারায়ণগঞ্জে কিছু 'ইয়েলো জার্নালিজম' হয় উল্লেখ করে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান এবং ইয়েলো সাংবাদিকতা রোধে নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে ভুমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আবু সাউদ মাসুদ এই উন্নয়ন কার্যক্রমে মোহাম্মদ হাতেমের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "আমার মাঝে একটি অপূর্ণতা ছিলো, কারণ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভবন ঠিকই রয়েছে, কিন্তু প্রেসক্লাবের অবয়বটি খুব একটা দৃষ্টিনন্দন ছিলো না।"
তিনি জানান, প্রথমে ২০ লাখ টাকার বাজেট থাকলেও কাজ মাঝ পথে এসে ২৭ লাখ টাকা লেগেছে, যা হাতেম সাহেব সানন্দে অনুমোদন করেছেন। পরে একদিন তিনি পরিদর্শনে আসলে খরচ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানালে তিনি বলেন, সুন্দর করতে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো, আমরা (বিকেএমইএ) আছি।
আবু সাউদ মাসুদ বিকেএমইএ বোর্ড মেম্বার ও পরিচালকদেরকে সাংবাদিকদের সহযোগী হিসেবে উল্লেখ করে তাদের বিষয়ে সংবাদ পরিবেশনের সময় হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানান।
পাশাপাশি বিকেএমইএ-এর কাছে ২য় তলার ফ্লোরটি ফিরিয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানান এবং সহ-সভাপতি সোহেলের সহযোগিতা কামনা করেন তিনি। ভবন নির্মাণে মোহাম্মদ আলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এর আগে, অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর বক্তব্য রাখেন সাবেক সভাপতি আরিফ আলম দিপু, রুমন রেজা, হাবিবুর রহমান বাদল এবং মাহাবুবুর রহমান মাসুম। তাঁরা সকলেই এই নান্দনিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন এবং এই উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য বিকেএমইএ এবং এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি, ক্লাবের ২য় তলায় থাকা বিকেএমইএ'র কেনা ফ্লোর, যেটি বর্তমানে একটি ব্যাংককে ভাড়া দেওয়া হয়েছে, সেটি প্রেসক্লাবকে ফিরিয়ে দেওয়ার জোর অনুরোধ জানান।
বিকেএমইএ-এর সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, "এই সম্পত্তি বিকেএমইএ-এর। আমরা ইজিএম করে সকল সদস্যদের সমর্থন নিয়ে চেষ্টা করবো আপনাদের অনুরোধ রেখে ফ্লোরটি ফিরিয়ে দেওয়া যায় কিনা। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।"
বিকেএমইএ-এর সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক ২য় তলার বিষয়ে বলেন, "বিকেএমইএ-এর আজকে যেই অবস্থান তাতে ফ্লোরটি প্রেসক্লাবকে এখনো ফিরিয়ে না দেয়ায় বিকেএমইএ-এর লজ্জা পাওয়া উচিত। আমরা চাই ফ্লোরটির বিষয়ে হাতেম সাহেবের কাছ থেকে আজ একটি সুনির্দিষ্ট ঘোষণা আসুক।"
নারায়ণগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি জানান, গত ১৩ ডিসেম্বর অফিসিয়াল বোর্ড মিটিংয়ের মাধ্যমে মোহাম্মদ হাতেমকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য পদে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজ এই অনুষ্ঠানে প্রেসক্লাবের নির্বাহী পরিষদ তাকে বুঝিয়ে দিচ্ছে।
এই উন্নয়নের ফলে প্রেস ক্লাবের পঞ্চতলায় একটি আধুনিক ও নান্দনিক কর্মপরিবেশ সৃষ্টি হবে, যা সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মোস্তফা করিম প্রমুখ।

































