
বন্দরে ধর্তব্য অপরাধ সংগঠিত করার সন্দেহে ৫ যুবককে আটক করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। গত রোববার (২৯ জানুয়ারী) রাত ৮টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলেমোড় এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার হাবীব মিয়ার ছেলে রকি (২৪) একই এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে সনি (৩০) সোনাকান্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে সুজন (২৮) বন্দর চিতাশাল এলাকার সুরুজ মিয়ার ছেলে সুজন (৩০) ও বন্দর ঝাউতলা এলাকার ইসরাফিল মিয়ার ছেলে সোহাগ আহাম্মেদ (২৩)। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম জানান, গত রোববার বন্দর ফাঁড়ী পুলিশ জিডি নং-৫১৪ মূল্যে সঙ্গীয় র্ফোস বন্দর থানা এলাকায় জরুরী ডিউটি করাকালিন সময়ে সংবাদ পাই যে বন্দর থানাধীন কবিলের মোড় এলাকায় পাকা রাস্তার সামনে কেয়েকজন লোক ধর্তব্য অপরাধ সংগঠিত করার জন্য সেখানে অবস্থান করছে।
এমন সংবাদের প্রেক্ষিতে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই ৫ যুবককে আটক করতে সক্ষম হই। পরে আটককৃতদের ১৫১ ধারায় সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।