নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৬ মে ২০২৫

ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতিসভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৯, ১৫ মে ২০২৫

ঢাকায় তারুণ্যের সমাবেশ সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতিসভা

আগামী ২৮ মে ঢাকায় বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 'বিভাগীয় তারুণ্যের সমাবেশ' সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের কার্যালয়ে আয়োজিত এই সভায় মহানগরের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন:“বাংলাদেশের যুবসমাজ আজ নিপীড়নের শিকার, বেকারত্বে জর্জরিত ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকার এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা।

তারুণ্যের শক্তিই পারে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে। ২৮ মে ঢাকার ঐতিহাসিক তারুণ্যের সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সর্বোচ্চ শক্তি দিয়ে অংশ নেবে। এই সমাবেশ হবে অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের গর্জন।”

মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, “নারায়ণগঞ্জ মহানগর যুবদল অতীতেও সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও আমরা ঐক্যবদ্ধভাবে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করব।”

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর,সিদ্ধিরগঞ্জ, বন্দর থানারষ ও উপজেলা বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: