নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৬ মে ২০২৫

বন্দরে এগ্রো ফুড ইন্ডাস্ট্রি'র ভুষি চুরি  মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪২, ১৫ মে ২০২৫

বন্দরে এগ্রো ফুড ইন্ডাস্ট্রি'র ভুষি চুরি  মামলায় গ্রেপ্তার ২

বন্দরে একটি এগ্রো ফুড ইন্ডাস্ট্রি'র ১৫ হাজার কেজি ভুষি চুরির অভিযোগে ওই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত  বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার এগ্রো ফুড কারখানার প্রধান কার্যালয় থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, বন্দরের শাহী মসজিদ এলাকার আবুল হোসেনের ছেলে ও এগ্রো ফুড কোম্পানির সরবরাহ শাখার জুনিয়র অফিসার আসিবুল ইসলাম স্মরণ(২৯) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও এগ্রো ফুড কোম্পানির সরবরাহ শাখার সুপারভাইজার ওহাব বিন আব্দুল্লাহ (২২)।

এ ব্যাপারে এগ্রো ফুড কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা মোঃ আলী ইসলাম বাদী হয়ে  গ্রেপ্তারকৃত দু'জনসহ তিন জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ  মামলা দায়ের  করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, বন্দরের তালতলা এলাকার ডেল্টা এগ্রো  ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গোডাউন থেকে বুধবার  প্রায় পাঁচ লাখ টাকার মূল্যের ১৫ হাজার কেজি ভূষি চুরি হয়। 

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ সরবরাহ শাখার তিন কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করেন। বৃহস্পতিবার রাতে কারখানার প্রধান কার্যালয়ের  ভেতর থেকে আসিবুল ইসলাম স্মরণ ও ওহাব বিন আব্দুল্লাহ নামের  দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। 
 

সম্পর্কিত বিষয়: