নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

বন্দরে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৯, ১৭ এপ্রিল ২০২৩

বন্দরে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

বন্দরে ডাকাতি করার সময় অভিযান চালিয়ে ৫ দুর্ধর্ষ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তারা হলো- রাজিম মিয়া (৩০), পারভেজ খান (২২), ইউসুফ মিয়া (২২), আবির (২৬), রাশেদ আলম (২৬)।  


এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, ছয়টি রামদা, একটি ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার জব্দ করে র‌্যাব।

 

সোমবার রাতে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের মদনপুরে মদনপুর রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান।


দুুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতরা মহাসড়কের পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিরীহ লোকজন ও যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করে। 


ওই ডাকাতদের আটকের পর এলাকার জনগণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পরে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।