নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ মে ২০২৪

সোনারগাঁয়ে ফার্মেসীকে ভোক্তা অধিকারের ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫০, ১৮ জুলাই ২০২৩

সোনারগাঁয়ে ফার্মেসীকে ভোক্তা অধিকারের ৫০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের অভিযানে একটি ফার্মেসীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী  পরিচালক  মো সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।


সেলিমুজ্জামান জানান, সোনারগাঁওয়ের বারদী বাজারে একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখায় এবং ডাক্তার না হয়েও এখতিয়ার বহির্ভূতভাবে রোগীএ প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক ওষুধ লেখায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মা ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

 

অভিযানে ক্যাবের প্রতিনিধি, জেলা মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি, জেলা পুলিশ ও সোনারগাঁও থানার পুলিশের টিম টিম উপস্থিত ছিলেন।