নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

আড়াইহাজারে অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩

আড়াইহাজারে অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইফুল ইসলাম বাপ্পি (১৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য জানান। 


এরআগে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বাপ্পি নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে বাড়িতে ফিরে না আশায় তার বাবা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে থানায় লিখিতভাবে অবগত করে। 


ওইদিন রাতে নয়ানাবাদ এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন খালে পানিতে ভাস্যমান অবস্থায় সাইফুল ইসলাম বাপ্পির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাপ্পির বাবা-মা ও স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করে। বাপ্পির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

 

ধারণা করা হচ্ছে বাপ্পিকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা দুর্বৃত্তরা নিয়ে গেছে। মৃত বাপ্পি উপজেলার উলুকান্দি পুর্ব পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।


 আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।