নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২৯, ২১ নভেম্বর ২০২৩

বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত ইমান উদ্দিন মিয়ার ছেলে সজিব খান (৩৩) ও চিড়াই পাড়া এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে মামুন (৩২)।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছি পুলিশ।

এর আগে গত সোমবার (২০ নভেম্বর)  দুপুর সোয়া দুইটায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালাস্থ অভিলাষ সিনেমা হলের সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় কামতার তদন্ত কেন্দ্রের এসআই আলী ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং   ১৯ (১১)২৩।

 

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত  ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মদনপুর, কেওঢালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত  মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার সক্ষম হয়।

সম্পর্কিত বিষয়: