নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

বন্দরে চুরি করতে গিয়ে দগ্ধ ১ পলাতক ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৪২, ২৬ নভেম্বর ২০২৩

বন্দরে চুরি করতে গিয়ে দগ্ধ ১ পলাতক ১

বামে দগ্ধ চোর হুমায়ুন ডানে পলাতক চোর মুন্না

বন্দরে চুরির প্রস্তুতিকালে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে হুমায়ন (২৮) নামে এক চোর মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় স্থানীয় জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে মুন্না (২৮) নামে অপর এক চোর। 

এলাকাবাসী অগ্নিদগ্ধ অবস্থায় আহত চোরকে উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে প্রেরণ করে। অগ্নিদগ্ধ চোর হুমায়ন বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে। পলাতক চোর মুন্না একই ওয়ার্ডের সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে।

 শনিবার (২৬ নভেম্বর) রাত ১১টায় বন্দর উপজেলার হাজীপুরস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় এ চুরি ঘটনাটি ঘটে। 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টায় উল্লেখিত ২ চোর চুরি করার উদ্দেশ্যে হাজীপুস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় কৌশলে প্রবেশ করে। পরে চোরের দল মাদ্রাসার ছাদে উঠে লোহার রড চুরি করার সময় অসাবধানতা বসত ১১ হাজার ভোল্টের তারের সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত  আহত চোর হুমায়নের অবস্থা আশংকা জনক বলে আহতের পরিবার সূত্রে জানা গেছে।

সম্পর্কিত বিষয়: