
বন্দরে মদ সেবন করে রাস্তায় মাতলামি করার অপরাধে ৩ মাদক সেবীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে মাদক সেবী জুবায়ের হোসেন (২০) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকার খোকা মিয়ার ছেলে সাব্বির (২১) ও বন্দর আমিন আবাসিক এলাকার হরিবল রায়ের ছেলে শ্রীজন রায় (২১)। পুলিশ
আটককৃতদের শুক্রবার (৯ মে) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) বন্দর রুপালী আবাসিক এলাকার শীতলক্ষ্যা নদীপাড় থেকে এদেরকে আটক করা হয়।