
বন্দরে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীরা হলো বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার সিটি মসজিদ গল্লি এলাকার হযরত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম রাসেল (৪২) ও বন্দর উপজেলার কলাগাছিয়া দক্ষিণপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী ইকবাল (৩০)। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে বন্দর থানার শাহীমসজিদস্থ আল্লাহর দান বিরিয়ানির হাউজের সামনে ও সোমবার (২৭ নভেম্বর) রাত ২টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং ২৮(১১)২৩ ও ২৯(১১)২৩।
জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল সামাদসহ সঙ্গীয় ফোর্স গত রোববার বন্দর শাহীমসজিদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানা এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স সোমবার রাত ২টায় বন্দর থানা লক্ষনখোলা সিটি মসজিদ গল্লি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইকবালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।