নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ আগস্ট ২০২৫

আড়াইহাজারে স্পিনিং  মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড,: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে স্পিনিং  মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড,: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আড়াইহাজারে জাহিন স্পিনিং  নামে একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় আড়াইহাজার উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে আড়াই হাজার ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণ আসেনি।

জানা যায়, জাহিন স্পিনিং মিলটি বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর আগুন বাড়তেই থাকে। আগুনের তাপ বেশি থাকায় কোনভাবেই সামনে যাওয়া যাচ্ছে না।

আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত  হোসেন জানান,  খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ আনতে। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আসেনি। রাত এখন পনের বারোটা বাজলেও আগুন নিয়ন্ত্রণ আসেনি