নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৬ আগস্ট ২০২৫

আড়াইহাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩০, ৫ আগস্ট ২০২৫

আড়াইহাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

আড়াইহাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কালাপাহাড়িয়া ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে রাধানগর বাজার জামে মসজিদে এক অনাড়ম্বর পরিবেশে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সিরাজুল উম্মাহ ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা গোলাম মোস্তফা  সিরাজীর সভাপতিত্বে ও মুফতি শামসুল হক'র সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল হক,সেক্রেটারি মাওলানা মাসরুর আহমদ,যুগ্ন সম্পাদক মাওলানা মশিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নাকিবুল হাসান ও সিনিয়র সদস্য মাওলানা জাহাঙ্গীর হোসেন। 

এছাড়াও অধিবেশনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাকুর,মাওলানা শেখ ফরিদ, মাওলানা আহসান উল্লাহ,মাওলানা আব্দুল খালেক,হাফেজ শাহ আলম,মাওলানা আল আমিন,মাওলানা মোজাম্মেল হক,মাওলানা হাসান,মাওলানা মকবুল হোসাইন, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শরফুদ্দীন,মাওলানা আল আমিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাশেদ,মাওলানা কামাল হোসেন,মাওলানা বাহাউদ্দীন, হাফেজ আবরারুল হক ও মাওলানা মোস্তফা প্রমুখ। 

নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক মতবিনিময় ও পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিল অধিবেশনে কালাপাহাড়িয়া ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিরাজী সভাপতি, মাওলানা বাহাউদ্দিন আশরাফ সিনিয়র সহ সভাপতি,মুফতী শামছুল হক সাধারণ সম্পাদক,মুফতি জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক,মাওলানা ওয়াসিম প্রচার সম্পাদক ও অর্থ সম্পাদক মাওলানা কবির হোসাইন নির্বাচিত হয়েছেন।
  
উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে।