
বন্দরে ছিনতাইকারি সন্দেহে আবু বক্কর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক আবু বক্কর বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার অলি উল্ল্যাহ মিয়ার ছেলে।
আটককৃত যুবককে বুধবার (৬ আগস্ট) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ধামগড় এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে পুলিশ।