আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ফতুল্লার ইসদাইর গাবতলী খানকা রোড এলাকায় এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ফতুল্লা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং ইমন পারভেজ ডেনীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মুনির হোসাইন কাসেমী।
মনির হোসাইন কাসেমী বলেন, বিগত ১৭ বছর হামলা মামলা নির্যাতন আমাদের সকলের জানা। ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছে আগামী বাংলাদেশ নির্মাণে।
এখানে কোন উন্নয়ন হয়নি। জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এখানকার মূল সমস্যা। যদি কেউ সন্ত্রাসী করে থাকেন,চাঁদাবাজী করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নেন আর তা না হলে পার পাবেন না। সন্ত্রাস, চাঁদাবাজদের ছাট দেওয়া হবেনা।
তারেক রহমান চায় মাদক, সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত দেশ গড়তে। যদি আপনারা ও চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী নারায়নগঞ্জ ৪ আসনে খেজুর গাছ মার্কায় ভোট দিবেন।
এখানেও ষড়যন্ত্র রয়েছে। নারায়নগঞ্জ-৪ আসনে ধানের শীষ নাই তাহলে কেনো ব্যালট পেপারে ধানের শীষ রাখবেন। এতে কি বুজা যায়”ডাল মে কুচ কালা হ্যায়”।
তাই বলছি ১২ তারিখ সিল মারবেন শুধুই খেজুর গাছে। খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে জয়ী হবে ধানের শীষ,জয়ী হবে তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু,সাধারন সম্পাদক এডঃ বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জমিয়ত ওলামা দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পলাশ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এস,এম ইব্রাহিম, তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার, ওলামা দলের সভাপতি জিলানী ফকির এবং গাবতলী সোসাইটির সাধারণ সম্পাদক লোকমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীর মনির হোসাইন কাসেমীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


































