নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬

ফতুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩১, ২২ জানুয়ারি ২০২৬

ফতুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে  ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে  নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফতুল্লার শারজাহান রি-রোলিং মিলস সংলগ্ন বাজারের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার হোসেনের সভাপতিত্বে এবং থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার ও যুবদল নেতা মো. জয়নাল।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, একসময় দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২০১৮ সালের নির্বাচনে মরহুমা বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে মুফতি মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়ে মাঠে পাঠিয়েছিলেন।

এবারও বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট থেকে তিনি মনোনীত হয়েছেন। আইনি জটিলতার কারণে এবার তাকে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। খেজুর গাছে ভোট দেওয়া মানেই ধানের শীষে ভোট দেওয়া।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মুফতি মনির হোসেন কাশেমীকে ৪২ বার রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং সাড়ে চার বছরেরও বেশি সময় কারাবন্দি রাখা হয়েছে। এমনকি নামাজ আদায় ও অজুর জন্য প্রয়োজনীয় পানিটুকুও তাকে দেওয়া হয়নি। এরপরও তিনি বেগম খালেদা জিয়া ও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মুফতি মনির হোসেন কাশেমী নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলই হবে তার প্রথম যুদ্ধ।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে মুফতি মনির হোসেন কাশেমীকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানান। 

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে অন্যান্য  বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলের ঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

উঠান বৈঠকের পূর্বে ও  শেষে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরন করেন।