নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ জানুয়ারি ২০২৬

ভারতে পালানোর সময় যুবলীগ ক্যাডার আজমতের সহযোগী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪২, ২৩ জানুয়ারি ২০২৬

ভারতে পালানোর সময় যুবলীগ ক্যাডার আজমতের সহযোগী গ্রেফতার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি ফতুল্লার শীর্ষস্থানীয় যুবলীগ ক্যাডার আজমতের ঘনিষ্ঠ সহযোগী তৈয়ব (৫৫) কে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
গ্রেফতারকৃত তৈয়ব ফতুল্লা মডেল থানার শিয়াচর গণি হাজী বাড়ীর মৃত আক্কাস আলীর পুত্র।  

বৃহস্পতিবার  দুপুরে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট  থেকে তাকে আটক করা হয়। পরে  তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। 

পুলিশ সূত্র জানায়, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহজনক আচরণের কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়।পরে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত তৈয়ব  ফতুল্লার শীর্ষ যুবলীগ ক্যাডার আজমতের সহযোগি হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে। 

তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধি বেশ কয়েকটি মামলা রয়েছে। 
এ বিষয়ে  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তিনি।
 

সম্পর্কিত বিষয়: