নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ আগস্ট ২০২৫

২নং ওয়ার্ড কর্মজীবী দলের পরিচিতি সভা ও দোয়া

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৪, ২৯ আগস্ট ২০২৫

২নং ওয়ার্ড কর্মজীবী দলের পরিচিতি সভা ও দোয়া

সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ড কর্মজীবী দলের পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় এ পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড কর্মজীবী দলের আহ্বায়ক ডালিম মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল গাফ্ফারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী হোসেন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস, এম, হারুন অর রশীদ,  সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, এল,জি,ই,ডি শাখার সভাপতি মাইনুল ইসলাম, ঢাকা জেলা কর্মজীবী দলের সভাপতি মানিক হওলাদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক যুগ্ম-আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ সাগর, নারায়ণগঞ্জ মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাহার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম,  ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া সহ আরো অনেকে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার বলেন, আমাদের নেতা তারেক রহমান একটি নির্বাচন চেয়েছে, আমাদের নেতা তারেক রহমান দেশের বাহিরে থেকে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বার্তা দিয়েছেন।

আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি আমরা সেই বার্তা নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি।

তারা আরো বলেন, নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষনা করা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনাদের প্রস্তুুত থাকতে হবে। আমাদের কর্মজীবী দলের নেতাকর্মীরা এই ১৮ বছর জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচিতে অংশগ্রহন করেছি এবং সত্যারে পথে কাজ করে গেছি।
 

সম্পর্কিত বিষয়: