সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ডের মিজমিজি এলাকায় ধানের শীষের প্রচারণা এবং ৩১ দফার প্রচার পত্র বিলি করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর পক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার এই প্রচারপত্র বিলি করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গুলজার হোসেন, রাজা মিয়া, হবুল মিয়া সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তুল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, বিএনপি নেতা স্বপন আলী বেপারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল হক জিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


































