নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর।
রবিকে তাঁর বক্তব্য প্রত্যাহারে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় দলীয় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। সোমবার দুপুরে সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।
বিডিআর রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আপনার অবগত আছেন যে গত ২০শে নভেম্বর সিদ্ধিরগঞ্জ নাভানা সিটি মাঠে নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী জনসভায় মনিরুল ইসলাম রবি তার বক্তব্যে বলছেন আমি নাকি বলেছি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির মনোনীত প্রার্থী সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সাহেবের কাছ থেকে ২০ লক্ষ টাকার গাড়ি উপহার নিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এই বক্তব্য ওনার ব্যক্তিগত ও উদ্দেশ্য প্রণামিত যাহার কোন সত্যতা নেই। আমি এই বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ওনার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় দলের মাধ্যমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, ইতিপূর্বে এ বক্তব্যটি আজহারুল ইসলাম মান্নান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আপনারা জানেন আমি দীর্ঘ ৩৫ বছর ধরে রাজনীতির সাথে জড়িত। আমি দুই দুই বার নির্বাচিত পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি।
এলাকাবাসীর সেবার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন করেছি। বিগত সরকারের আমলে আমি জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও কিন্তু আমি রাজনীতি থেকে পিছপা হইনি।
আসন্ন নির্বাচনে আমি আজহারুল ইসলাম মান্নান সাহেবের পক্ষে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালাচ্ছি ও কাজ করছি। এবং আগামী নির্বাচনেও আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
সেই কারণেই একটি মহল আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্নতা করার জন্য শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই আমার বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করা হচ্ছে।
আর এই বক্তব্যের প্রেক্ষিতে কোন সংবাদমাধ্যমের পক্ষ থেকে আমার কাছ থেকে কোন বক্তব্য নেওয়া হয়নি। আশা করি ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা আরো বেশি সচেতন হবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহাজাহান মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিউল আলম বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য প্রচারের পর নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নেতা-কর্মীরা।


































