নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫

প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৫, ২৪ নভেম্বর ২০২৫

প্রয়াত ডেভিডের কবরে জেলা ও মহানগর বিএনপি’র শ্রদ্ধা ও দোয়া

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও  মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

‎‎সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। পরে কবর জিয়ারত করেন এবং প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

‎‎‎এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের সাবেক সভাপতি রানা মজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: