বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৬১তম জন্মদিন উপলক্ষ্যে মাদ্রাসার এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে “দোয়া ও মেহমানদারী” অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর বৃহস্পতিবার ২৫ নং ওয়ার্ড উত্তর লক্ষণখোলাস্থ কড়ইতলা মদীনাতুল উলূম মাহমুদিয়া মাদ্রাসার ৭ শতাধিক এতিম ও তলবে এলেম শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মেহমানদারীর আয়োজন করেন বিএনপি নেতা সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, মো. আজিম সাউদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. নুর মিয়া, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন সোহেল প্রদান, সহ-সভাপতি মো. সেলিম, মো. আমানত প্রধান, সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধান,, সাংগঠনিক সম্পাদক ইসলাম নাড়ু, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল, ২৭ নং ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. রমজান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল, ধামগড় ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি হাজী হাসান, ৯ নং ওয়ার্ড সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহআলম সাউদ, সাংগঠনিক সম্পাদক মো. খালেক মিয়া ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় আবু জাফর বাবুল বলেন, আমাদের সবচেয়ে গর্বের বিষয় যে আজকে কোর’য়ানে হাফেজদের নিয়ে দোয়া শরিক হতে পারেছি। যারা সারাক্ষণ কোর’আনের ১১৪ টি সুরা তাদের বুকে ধারণ করে।
আমি শুনেছি এই জায়গায় একটি মসজিদ করবেন। আমি আরো সৌভাগ্যভান হব যদি আমি এটা নির্মানে নিজেকে শরিক করতে পারি।
তিনি আরো বলেন, তারেক রহমান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন। তাঁর দূরদর্শী নেতৃত্ব বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আমাদের আশা ও প্রেরণার প্রতীক।
আমি দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন। তিনি যেন সুস্থ শরীরে দেশে ফিরতে পারেন, এই ক্ষতিগ্রস্ত দেশের হাল ধরতে পারেন। দেশের মঙ্গল ও ভালোর জন্য কাজ করতে পারেন।
পরিশেষে তিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি মো. আবুল কাশেম।


































