আড়াইহাজারে প্রেমের টানে ছুটে এসেছেন এক চায়না তরুণ। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ভাইভাই স্পিনিং মিলে কর্মরত শ্রমিক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুরা ইউনিয়নের মুন্নাটুলি গ্রামের সীমার কাছে আসেন ঐ তরুণ।
তার সহকর্মী আনোয়ারা জানান এপের মাধ্যমে পরিচয়ের সুত্র ধরে সফটওয়্যার ব্যাবহার করে কথা বলতেন ওই তরুণ ও সিমা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সীমার কাছে আসেন ঐ তরুণ ও তার বাবা। ঘটনার বিষয়ে জানতে চাইলে চীনা তরুণ, সীমা ও তার বান্ধবী মুন্নি দ্রুত স্থান ত্যাগ করেন।


































