নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার সেন্টু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৫, ১৭ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার সেন্টু গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগের ক্যাডার মো: সেন্টু মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জালকুড়ি নাইনতারপাড়া বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো: সেন্টু মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাইনতারপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে। তিনি যুবলীগের সক্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, আজ ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাইনতারপাড়া বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা সেন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘঠিত একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।