নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

অবরোধের সমর্থনে

নারায়ণগঞ্জে পিকেটিংয়র সময় জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১০:২০, ১৬ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে পিকেটিংয়র সময় জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

বিএনপি- জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

 

চাঁদমারি-আদমজী নাগিনা জোহা সড়কের  হাজীগঞ্জ এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করে। এ ছাড়া পুলিশ আরও ৪ জনকে আটক করে ওই মিছিল থেকে। 

 

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামায়াত নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে আটক করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও ৪ জনকে আটক করে। পরে আটক ১৬ জনকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।



 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর  (অপারেশন) হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়।

আটক ১৬ জনের তালিকা

১/এ কে এমন নুরুল্লাহ (৬৮) পিতা মৃত মাওলানা আঃ মান্নান সাং মাদানী নগর থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ২/ মোঃ মাইনুদ্দিন (২৩)পিতা হুমায়ুন কবির সাং মাদানী নগর থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ৩/মোঃ আব্দুস সাত্তার (৬৩)পিতা মৃত আঃ জব্বার সাং সিদ্ধিরগঞ্জ বাজার থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ৪/মোঃ শামীম আহমেদ (৩৮) পিতা মৃত হানিফ মিয়া সাং ওমরপুর থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ৫/মোহাম্মদ আফাজ উদ্দিন(৪১) পিতা মৃত আইয়ুব আলী ভূঁইয়া সাং চিটাগাং রোড থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ৬/মোহাম্মদ মমিন (৩৭)পিতা আবুল হাসেম সাং মাদানী নগর থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ৭/মোঃ আনোয়ার হোসেন(৪২) পিতা আব্দুর রহিম সাং চিটাগাং রোড থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ৮/মোঃ বেলায়েত (৩৭) পিতা আঃ বারেক সাং চিটাগাং রোড থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ৯/মোহাম্মদ আঃ কাশেম(৩৪) পিতা মৃত  হানিফ সাং ওমরপুর  থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ১০/মোঃ জামান (৩৮) পিতা মৃত সাহেব আলী সাং এনায়েত নগর  থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ১১/মোঃ হাসান (৩৪) পিতা মৃত হানিফ সাং ওমরপুর থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ১২/মোঃ হাবিবুর রহমান (৫০) পিতা মৃত হানিফ সাং ওমরপুর থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ১৩/মোঃ সোহেল রানা (৩১) পিতা  মৃত রশিদ আহম্মেদ সাং পাঠানতলী আইলপাড়া থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ  ১৪/মোঃ মোতাসিম মামুন (৪৩) পিতা মৃত এনতাজ আলী সাং শিমরাইল থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ ১৫/মোঃ মামুন (৩২) পিতা মোরশেদ আলম সাং কাইয়ুম পুর থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ ১৬/মোঃ রুবেল রানা (২৭) পিতা মৃত আঃ সোবাহান সাং পাঠানতলী থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ।

 

প্রসঙ্গত: তফসিল প্রত্যাখান করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী  বুধবার (১৫ নভেম্বর)  রাত ৭টা ৪০ মিনিটে বন্দরের মদনপুর  দেওয়ান বাগ থেকে বিক্ষোভ মিছিলটি  শুরু  করে মদন পুর স্ট্যান্ডের  কাছে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নারায়ণগজ জেলা জামায়াতের সেক্রেটারী  সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন।