নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সামসুল ইসলাম ভূঁইয়াকে সোনারগাঁ থানায় হস্তান্তর করেন।
তদন্ত কর্মকর্তা রাশেদুল জানান, সামসুল ইসলাম ভূঁইয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


































