সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের দক্ষিন আজিবপুর নিবাসী ওয়ার্ড বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন, মোঃ দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ এবং আস্থাশীল সৈনিক ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ভূমিকা পালন করেছেন।
আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুম এর শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মোঃ দেলোয়ার হোসেন এর রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন।
উল্লেখ্য. গত মঙ্গলবার ভোর ৬ টায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন মো. দেলোয়ার হোসেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।


































