নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫

বিক্ষোভ মিছিলে সোনারগাঁ যুবদলের যোগদান 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩১, ১৭ জুলাই ২০২৫

বিক্ষোভ মিছিলে সোনারগাঁ যুবদলের যোগদান 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরুদ্ধে ষড়যন্ত্র ,কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব'র নির্দেশনায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগাদান করে শোডাউন করেছেন সোনারগাঁ থানা যুবদল।

‎‎বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা যুবদলের সিনিয়র যুগ্ম খাইরুল ইসলাম সজিব জরুরি কাজে দেশের বাহিরে থাকা সত্ত্বেও তার নির্দেশনায় সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সোনারগাঁ যুবদলের নেতৃবৃন্দ ফতুল্লায় উপস্থিত হয়। ‎

মিছিলের শুরু থেকেই নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 'তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ক', 'কটুক্তিকারীদের বিচার চাই', 'গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম'আমরা এক' এমন নানা স্লোগানে ফতুল্লা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। 

এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ,সদস্য সচিব মশিউর রহমান রনি 

মিছিলে বক্তারা বলেন, তারেক রহমান দেশের জনগণের আস্থার প্রতীক। আজ তাঁকে নিয়ে যে ভাষায় কথা বলা হচ্ছে, তা শুধু অশালীনই নয়, একটি ষড়যন্ত্রেরই অংশ। 

রাজনৈতিক সংগঠনগুলোকে উদ্দেশ্য তারা আরওবলেন , আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না,বিগত বছরে লাইসেন্সদারি বন্দুকের সামনেও দাড়িয়ে দেশ রক্ষায় যুদ্ধ করেছি।

তাই আজকে যেই ভুইফোঁর সংগঠন গুলো ষড়যন্ত্র করছেন আপনারা কিন্তু নারায়ণগঞ্জের একটি ইউনিটির সাথেই পারবেন না। এ দল কিন্তু ভেসে আশে নাই ,এ দল শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল ,তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠেছে।  

এনসিপি'র উদ্দেশ্যে তারা বলেন, গতকাল দেখেছি কিভাবে পালিয়ে এসেছেন।বড়বড় কথা বলেন আমাদের নেতার বিরুদ্ধে। কথাবার্তা একটু সাবধানে বলবেন।

অনেকে লজিং থেকে নেতৃত্ব দেন আর বড়বড় কথা বলেন আমরা কিন্তু ভেসে আসি নাই। যদি দলের নির্দেশন পাই তাহলে ঘড় থেকে ধরে এনে সাজা দিবো। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ যুবদল নেতা মাসুম রানা,যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ,  রাকিব হাসান, সোহেল রানা,ওমর ফারুক, আবুল কাশেম, হারুন-অর রশিদ, শাহ-আলম হোসেন, আরিফ বেপারী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের কয়েক হাজার নেতৃবৃন্দ।