
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ -৫ ( সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার ( ১৯ জুলাই) বিকেল তিনটায় শহরের খানপুর বরফকল মাঠে বিক্ষোভ মিছিলকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগান আর মিছিলে মিছিলে জড়ো হয়।
এসময়ে মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে কিল্লারপুল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআইটি বিএনপির পুরোনো পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।