নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৭, ১২ অক্টোবর ২০২৫

৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন নারায়ণগঞ্জ জামায়াত।

নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত স্মারক লিপি প্রদানের পূর্বে দলটি শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল সহ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়। রবিবার (১২ অক্টোবর) দুপুরে  নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উক্ত স্মারক লিপি প্রদান পূর্বে বক্তব্য দান কালে মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী  মাওলানা আবদুল জব্বার বলেন, আজকে আমরা যেই স্মারক লিপি দেবো, তা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই।

আমাদের এই ৫ দফা জেলা প্রশাসকের মাধ্যমে বলতে চাই, এই ৫ দফা কোনো জামায়াতে ইসলামীর দফা না,এটা গণমানুষের দফা।আমাদের এক নাম্বার দাবি ছিলো জুলাই সনদের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।কিন্তু কোনো কোনো দল বলেছিল এখন প্রয়োজন নেই।

নির্বাচনের পরে সংবিধান ভুক্ত করে পার্লামেন্টে যিনি পাশ করবে, জনগণের যে রায় ছিলো এই রায় সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্থাপন করেছিলো,সেই রায়কে বুঝতে পেরে তারা তা মেনে নিয়েছে।

এক সময় জামায়াতে ইসলামী জনগণের ভোটের অধিকার নিশ্চিতের জন্য  কেয়ারটেকার পদ্ধতি বাস্তবায়ন করতে চেয়ে ছিল। যখন কোনো সরকার থাকবেনা তখন কেয়ারটেকার সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে।

আমরা বাংলাদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছি। এখন বিষয় হলো সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে অনেক মতানৈক্য, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে,জনগনের স্বার্থে সকল দলমত একত্রে কাজ করবো, ইনশাআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াত এমপি প্রার্থী ইকবাল হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ ১ (রুপগঞ্জ) আসনের এমপি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারের সভাপতিত্বে স্মারক লিপি প্রদান কালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যান সভাপতি হাফেজ আব্দুল মোমিন সহ জেলা ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।