বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে খানপুরের বরফকল মাঠসংলগ্ন তার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জিয়া পরিবার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ বিশেষ দোয়ার আয়োজন করেন।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নূরউদ্দিন, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাসেম শকু, গোলাম নবী মুরাদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


































