নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোয়াজ্জেম হোসেন মন্টির দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৯, ১৯ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোয়াজ্জেম হোসেন মন্টির দোয়া 

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর যুব দলের আয়োজনে দোয়া ও ছাত্রদের হাফেজী শিক্ষায় কোরআন শরীফ উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯শে জানুয়ারী) বিকেলে নগরীর দেওভোগ সিটি পার্কে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কালাম।

এসময় আবুল কালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের পরিবার এর কথা চিন্তা না করে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের পক্ষে মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন।

আমরা এমন একটি দল করি, যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন নিজের দুই সন্তান এর কথা চিন্তা না করে, দেশের মানুষের জন্য চিন্তা করেছেন। ‎আজ আমরা এমন একজন নেত্রীর জন্য দোয়ার আয়োজন করেছি যেই নেত্রী একটি দলের জন্য, একটি জাতির জন্য জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন।

আবুল কালাম আরও বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান তার স্বপ্ন বাস্তবায়নের জন্য ৩১টি দফা দিয়েছেন, সেই দফার ভেতর মানুষের কল্যাণ এর জন্য কাজ করতে বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে আমরা কোনো প্রতিহিংসা চাইনা। আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করতে চাই। সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ ঘোষণা করবো, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য।

এসময় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে দোয়া শেষে উপস্থিত মাদ্রাসার ছাত্রদের হাফেজী শিক্ষায় কোরআন শরীফ উপহার প্রদান করা হয়।

মহানগর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি'র সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু'র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, মাকিদ মোস্তাকিম শিপলু ও বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। 

সম্পর্কিত বিষয়: