নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৯ মে ২০২৪

ইসলামী আন্দোলন শহর শাখার উদ্যোগে 

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৮, ২৫ মার্চ ২০২৩

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখা সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার।

 

শহর শাখার সেক্রেটারী আলহাজ্ব আব্দুর রহমান রোমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ  মহানগর এর সহ- সভাপতি হযরত মাওলানা মুফতী হাবিবুল্লাহ হাবিব।


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শামসুল আলম। 


প্রধান অতিথি বক্তব্যে বলেন, রমজান মাস হলো আত্ম সংযোজন এর মধ্যে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের মাস। আত্মশুদ্ধির মাধ্যমে ও শেষ রাতে আল্লাহর দরবারে কান্নার মাধ্যমে আমরা আমাদের গুনা মাফের জন্য মহান রবের নিকট বেশি বেশি দোয়া করবো।


প্রধান অতিথি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধগতি হইতেছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে কত মানুষ না খেয়ে রোজা রাখতেছে প্রধানমন্ত্রী যদি দ্রব্য মূল্যের লাগাম টেনে নাধরেন তাহলে আগামী ২০২৪ সালের নির্বাচনে দেশের জনগন তাকে গদি থেকে টেনে বের করবে।

 

এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আবু হানিফ, সহ-সভাপতি মুহাম্মাদ লোকমান হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ মজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মাদ সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমির হুসাইন, প্রচার ও দাওয়া বি.সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর ফিরোজ,অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আল-মামুন, প্রশিক্ষণ সম্পাদক মওলানা আহমাদ কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মোস্তফা সরকার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মুহাম্মাদ তারেক হাসান, ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ আবুল হাশেমসহ শহর ও ওয়ার্ড শাখর দায়িত্বশীল প্রমুখ। 
 

সম্পর্কিত বিষয়: