নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৫

শুক্রবার শহরে ফিলিস্তিনি ইস্যুতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৯, ১৪ মে ২০২৪

শুক্রবার শহরে ফিলিস্তিনি ইস্যুতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলমানদের ১ম ক্বিবলা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার দাবীতে পীর সাহেব চরমোনাই'র আহবানে  শুক্রবার বিকাল ৪টায় শহরের ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

মঙ্গলবার (১৪ মে) নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মাসিক সভায় কেন্দ্রীয় সার্কুলারের আলোকে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সারা বিশ্বোর মুসলমানরা জোরালো দাবী জানানো সত্ত্বেও ইজরাইলী বাহিনী হামলা বন্ধ করছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই নিঃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

সম্পর্কিত বিষয়: