বন্দরের আরসিম এলাকা হতে নিখোঁজের ৭ দিনেও স্কুল ছাত্র রবিউলের ( ১৪) এর সন্ধান মিলেনি। এ ঘটনায় বন্দর থানায় ডারেরী হয়েছে।
গত ১৩ ডিসেম্বর রাত ১০ টায় আরসিম এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মাসুমের ছেলে রবিউল বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। একরামপুর এম এইচ মডেল স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র।
নিখোঁজ রবিউলের মা পাপিয়া আক্তার নাসরিন জানান, তার পরনো ছিল নেভীব্লু ট্রাউজার,সবুজ রংয়ের ফুল হাতা শার্ট ও কালো রংয়ের জ্যাকেট পরনে ছিল।
তার ডান হাতে ও চোখের ব্রুতে কাটা দাগের চিহ্ন আছে। বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে তার বাবা মাসুম বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর বন্দর থানায় ডায়েরী নং ৭৬১ করেছে।


































