ফতুল্লা থানাধীন কাশীপুর শান্তিনগর (মধুবাগ) এলাকায় নুরে জান্নাত জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মসজিদের উন্নয়ন ও নির্মাণ কমিটির সভাপতি ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মসজিদের উন্নয়ন ও নির্মাণ কমিটির সিনিয়র সহ সভাপতি ও দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কবির হোসেন খান বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। যতবেশি মসজিদ নির্মিত হবে ততবেশি মুসল্লি তৈরি হবে। মানুষ যতবেশি মসজিদমূখী হবে সমাজ ততবেশি অপরাধমুক্ত হবে। নামাজ মানুষকে সকল ধরণের গর্হিত কাজ থেকে দূরে রাখে।
তিনি বলেন, আজ মসজিদ নির্মাণের মত এমন একটি পবিত্রকাজে শরিক হতে পেরে সত্যি আমি আনন্দিত। কারণ এ কাজ আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দেয়, জান্নাতে ঘর পাওয়ার সুসংবাদ দেয় এবং মৃত্যুর পরও এর সওয়াব জারি থাকে।
যতদিন সেই মসজিদে কেউ নামাজ পড়বে, আপনি তার প্রতিদান পেতে থাকবেন। এটি সাদাকায়ে জারিয়া, যা মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও সামাজিক বন্ধন দৃঢ় করে। তাই এই কাজে অংশগ্রহণ করা সত্যিই সৌভাগ্যের বিষয়।
তাই যে সমস্ত মুসল্লি ভাইয়া এ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা মসজিদ নির্মাণের ভালো ভালো যখনই আমাকে ডাকবেন আমি তথা খান পরিবার আপনাদের পাশে থাকবো।
বিশেষ অতিথির বক্তব্যে সুজন মাহমুদ বলেন, এ মসজিদের কাছে যারা পায়ে হেঁটে কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছে অবশ্যই এটা আল্লাহ্’র দরবারে একটা সওয়াবের কাজ। আজ থেকে অনেক বছর এ মসজিদের জায়গা ঢাকার বাসিন্দা হারুন সাহেব দিয়েছিলো।
তিনি মসজিদের জন্য ৫ শতাংশ জায়গা দিয়েছিলেন। এ ৫ শতাংশ জায়গা থেকে আজ সাড়ে ৯ শতাংশ জায়গা হয়েছে। সেদিনও আমরা এমনিভাবে সবাই আলাপ-আলোচনা করে মসজিদ নির্মাণ করেছিলাম। ইনশাআল্লাহ্ এ মসজিদও সুন্দর হবে।
তবে সুন্দর হলেই চলবে না, এ মসজিদের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। আসলে মসজিদ সুন্দর তখনই যখন প্রতি ওয়াক্তে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করে।
বক্তব্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন মাওলানা মুফতি হারুন অর রশিদ। দোয়া শেষে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি কবির হোসেন খানসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
মসজিদের উন্নয়ন ও নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের সভাপতিত্বে এসময় স্থানীয় মরুব্বী, মুসল্লিগণ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


































