বন্দরে ইট খোলা পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার যাওলা হাটি চৌরাস্তা এলাকার খলিল মিয়ার দুই ছেলে আশিক (১২) ও আরিয়ান (১০)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের গোবিন্দকুলস্থ বিসিসি ইট খোলা পুকুরে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার এসআই ফারুক দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার যাওলা হাটি চৌরাস্তা এলাকার খলিল মিয়ার ২ ছেলে আশিক ও আরিয়ান তাদের ফুফুর বাড়ী বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় বেড়াতে আসে।
পরে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোন সময়ে সকলের অগচরে আশিক ও রায়হান বাড়ি পাশে বিসিসি ইট খোলা পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ নিয়ে কোন সন্দেহ না থাকায় পরিবারের পক্ষ হতে নিহত শিশুর পিতা বিনা ময়না তদন্তে লাশ পাওয়ার জন্য আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন মৃতদেহগুলো তার স্বজনদের কাছে হস্তান্তর করে।


































