নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫

কোতালেরবাগ ক্রীড়াচক্র ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩১, ১৮ ডিসেম্বর ২০২৫

কোতালেরবাগ ক্রীড়াচক্র ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কোতালেরবাগ ক্রীড়াচক্র ক্লাবের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফতুল্লার কোতালেরবাগ ক্রীড়াচক্র ক্লাবের সামনে পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন,দীর্ঘ নয় মাসের যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশের বিজয় হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামীলীগের কোন নেতা যুদ্ধে অংশগ্রহন করেন নি এবং শেখ মুজিবের পরিবারের কেউ শহিদ ও হননি।

তারা ভারতে অবস্থান করেছিলেন। আর শেখ মুজিবুর রহমান নিজেই পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন। তিনি নিজেও বুজতে পারেননি স্বাধীনতার জন্য এ দেশের লাখো লাখো নারী-পুরুষ যুদ্ধে ঝাপিয়ে পরবেন। স্বাধীনতা লাভের পর তারা তাদের নিজেদের মতো ইতিহাস লিখেছে। যার ফলে পরবর্তী প্রজন্ম বিকৃত করা ইতিহাস জেনে এসেছে। সময় এখন প্রকৃত ইতিহাস তুলে ধরার।

তিনি বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই নিয়মিত যাতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজকদের আহবান জানান।

কোতালেরবাগ ক্রীড়াচক্র ক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেনের সভাপতিত্বে ও ফতুল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক সৈকত রাজের সঞ্চালনায় পুরুস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা তাতি দলের আহবায়ক ইউনুস মাস্টার,ফতুল্লা ইউনিয়ন শ্রমিকম দলের সভাপতি বাদল প্রধান, ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সানাউল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ,আরিফ প্রধান,কোতালেরবাগ ক্রীড়াচক্র ক্লাবের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,সদস্য আব্দুর রহিম।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার শিশু-কিশোর,তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানটির সার্বিক সহোযোগিতায় ছিলেন সেলিম আহমেদ ও মিঠু খান। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
 

সম্পর্কিত বিষয়: