নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজেসি সমাজ পঞ্চায়েত কমিটির দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৪, ১৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজেসি সমাজ পঞ্চায়েত কমিটির দোয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জুট করপোরেশন (বিজেসি) সমাজ পঞ্চায়েত কমিটির আয়োজনে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বি.জে.সি চত্তরে এ আলোচনা সভা,দোয়া,মিলাদ মাহফিলে ও খাবার বিতরণ করা হয়।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বি.জে.সি সমাজ কমিটির সাধারণ সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.জে.সি সমাজ কমিটির সভাপতি আমান হোসেন প্রধান,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,১০নং ওয়ার্ড বিএনপির সাবেক উপদেষ্ঠা মফিজুল কমির ও মুসলিম মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্য লিয়াকত হোসেন লেকু বলেন, দেশ ও দেশের মানুষের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছে, আজকে আমাদের নেত্রী গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় আছেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন,আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।