নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫

বন্দরে ডেবিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ১৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে ডেবিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

অপারেশন ডেবিল হান্ট অভিযানে বন্দরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার স্বল্পেরচক এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাওন (২৮) বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার ওমর আলী মিয়ার ছেলে যুবলীগ নেতা মাইনুল ইসলাম (২৯) ও একই থানার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী নাজমুল (২৫)।

গ্রেপ্তারকৃত ৩ জনের মধ্যে আওয়ামীলীগ নেতা শাওনকে বন্দর থানার ১১(৯)২৪ নং  মামলায় ও অপরধৃত যুবলীগ নেতা মাইনুদ্দিন ও ছাত্রলীগ নেতা নাজমুলকে বন্দর থানার অপর দায়েরকৃত ৩(৯)২৪ নং বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এন আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ'লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত আ'লীগ নেতা শাওন সন্ত্রাসী হামলা চালায়।

অপরদিকে বন্দর শাহীমসজিদ বৈষম্যবিরেধী আন্দোলনরত ছাত্রদের পানি খাওয়ানোর অপরাধে আ'লীগ সন্ত্রাসীদের সাথে  যুবলীগ নেতা মাইনুদ্দিন ও ছাত্রলীগ নেতা নাজমুল  একটি রিক্সার  গ্যারেজে সন্ত্রাসী হামলা চালায়।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, বন্দরে 'অপরেশন ডেভিল হান্ট' অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের পৃথক ২টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।