নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে এসএফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি ও  মালামাল লুট  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ১৮ ডিসেম্বর ২০২৫

বন্দরে এসএফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি ও  মালামাল লুট  

বন্দরে নির্মাণাধীন এসএফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি ও  মালামাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টায় বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় উল্লেখিত প্রতিষ্ঠানে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে নির্মানাধীন প্রতিষ্ঠানের সিকিউরিটি সুপারভাইজার আবু বক্কর জানান গনমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টায় কারখানার পূর্বদিকে খোলা জায়গা দিয়ে ২০-২৫ জনের একটি ডাকাতদল প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সিকিউরিটি সুপারভাইজার ও ৪জন নাইট গার্ডকে বেধে তাদের মোবাইল ফোন নিজেদের আওতায় নিয়ে নেয়।

পরে নাম্বার প্লেটবিহীন ১টি পিকআপ ট্রাকে করে ৪টন রড, স্টোর রুম ভেঙ্গে ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০ পিস হেলোজেন লাইট, ২০ পিস এলইডি লাইট, ১টি পানির পাম্প সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় ।

ওই সময় ডাকাতদলের মারধরে সুপারভাইজার জাহাঙ্গীর ও নাইট গার্ড ওমর ফারুক আহত হয়। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে  ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশি  অভিযান অব্যহত রয়েছে’।

স্থানীয়রা জানান, বহু বছর যাবৎ এ সড়কের ইস্পাহানী বাজার থেকে তালতলা স্ট্যান্ড পর্যন্ত  অহরহ ডাকাতি ঘটনা ঘটছে। পুলিশি অভিযান না থাকায ডাকাতদল বিভিন্ন মিল ফ্যাক্টরীতে হানা দিয়ে ট্রাকযোগে প্রতিষ্ঠানের বিভিন্ন মালামার লুট করে নিয়ে যাচ্ছে।

ডাকাতের উৎপাত বৃদ্ধি পাওয়ার কারনে  সাধারণ জনগণ ডাকাতির বিষয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ও উৎকন্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও বন্দর থানার ওসির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 

সম্পর্কিত বিষয়: