নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ এপ্রিল ২০২৪

বকেয়া বেতনের দাবিতে শহরে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৪

বকেয়া বেতনের দাবিতে শহরে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও।বিক্ষোভ মিছিল করেছে একটি রপ্তানিমুখী পোশাক কারখানা শ্রমিকরা।  

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ফতুল্লার কুতুবপুরে অবস্থিত রূপসী গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক৷ এসময় তারা বকেয়া বেতনের দাবিতে বঙ্গবন্ধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। 

আন্দোলনকারি শ্রমিকরা জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে৷ মালিকপক্ষ বেতন না দিয়ে এবং কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেন।

ফলে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।  

ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বকেয়া বেতনের দাবিতে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন পোশাক কারখানাটির শ্রমিকরা।