নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে শারীরিক অক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে শারীরিক অক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নারায়ণগঞ্জ জেলা ও উপজেলার মেডিকেল অফিসার ও নার্সদের অংশ গ্রহণে নারায়ণগঞ্জে শারীরিক অক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খাঁনপুর ৩শ' শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবরাজ মালাকার।

কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান ও ডা. শিল্পী আক্তার। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. লিয়াকত আলী ভূঁইয়া।
 

সম্পর্কিত বিষয়: