স্বৈরাচার ও বৈষম্য বিরোধী ছ্ত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ সহ সকল শহিদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বাদ জোহর শহরের চাষাড়ায় বালুর মাঠ এলাকাবাসির আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান।
আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ সহ সকল শহিদদের রূহের মাগফিরাত কামনা করে সকাল থেকে হাফেজ মো: আব্দুল আঊয়াল কোরআন খতম করেন।
দোয়া ও মিলাদ মাহফলি পরিচালনা করেন, শহরের গলাচিপা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুসফিকুর রহমান।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বালুর মাঠ এলাকার নাদিম , কাজী মাসুম, হৃদয়, প্রমির, নয়ন, রাকিব, বাদল, গোলাম হোসেন, মামুন, আরিয়ান, মধু সহ প্রমূখ।