
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের মানববন্ধন অনুষ্ঠিত। বুধবার (১৫ অক্টোবর ) দপুরে প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।
নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাওলানা মামূনুর রশীদ বলেন, "স্বাধীনতার ৫০ বছরের অধিক সময় ধরে এ দেশে শাসন- শোষণের পালা পরিবর্তন হয়েছে। কিন্তু সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই।
জুলাই অভ্যুত্থানে আপামর জনতা যেই আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমে ছিল; বাংলাদেশে আগের বন্দোবস্তের পরিবর্তন হবে, দূর্নীতি বন্ধ হবে, নতুন বন্দোবস্তে দেশ গড়তে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস এই জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষে ৫ দফা দাবি আদায়ের জন্য দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।"
৫ দফা দাবিগুলো হলো- জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ২. জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় সংসদের উচ্চকক্ষে পি আর পদ্ধতি বাস্তবায়ন।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর সহ সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, জনাব নুর আলম, সহ-সাধারন সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা রবিউল ইসলাম, সহ- প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, সহ অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি ক্বারী ওমর ফারুক, ফতুল্লা থানা উত্তরের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ওজিউল্লাহ, মহানগর যুব-মজলিসের সহ সভাপতি রফিকুল ইসলাম , মহানগর ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব সহ প্রমুখ নেতাকর্মী।