নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে শহরে খেলাফত মজলিসের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৫, ১৫ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে শহরে খেলাফত মজলিসের মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের মানববন্ধন অনুষ্ঠিত। ‎বুধবার (১৫ অক্টোবর ) দপুরে প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।

‎নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাওলানা মামূনুর রশীদ বলেন, "স্বাধীনতার ৫০ বছরের অধিক সময় ধরে এ দেশে শাসন- শোষণের পালা পরিবর্তন হয়েছে। কিন্তু সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই।

জুলাই অভ্যুত্থানে আপামর জনতা যেই আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমে ছিল; বাংলাদেশে আগের বন্দোবস্তের পরিবর্তন হবে, দূর্নীতি বন্ধ হবে, নতুন বন্দোবস্তে দেশ গড়তে হবে।

‎বাংলাদেশ খেলাফত মজলিস এই জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষে ৫ দফা দাবি আদায়ের জন্য দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।"

৫ দফা দাবিগুলো হলো- জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ‎২. জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,  আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় সংসদের উচ্চকক্ষে পি আর পদ্ধতি বাস্তবায়ন।

‎মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর সহ সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, জনাব নুর আলম, সহ-সাধারন সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা রবিউল ইসলাম, সহ- প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, সহ অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি ক্বারী ওমর ফারুক, ফতুল্লা থানা উত্তরের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ওজিউল্লাহ,  মহানগর যুব-মজলিসের সহ সভাপতি রফিকুল ইসলাম , মহানগর ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব সহ প্রমুখ নেতাকর্মী।
 

সম্পর্কিত বিষয়: