
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন হয়েছে। সোমবার (২৬ মে) সকালে ১১ টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে তিন দিন ব্যাপি এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি মো মাশফাকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো আতিকুল রহমান। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের যে প্রজন্ম আছে আগামী দিনে তারা অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত মেধাবী এবং তারা বিভিন্ন দেশে সে মেধার স্বাক্ষর রেখেছে আমরা জানি জুলহাস মোল্লা কথা মানিকগঞ্জের প্ল্যান উড়িয়েছেন আমাদের নারায়ণগঞ্জে কি এরকম জুলহাস মোল্লা আসতে পারে না।
যারা এই প্রযুক্তি যোগ্যতা প্রমাণ করবে আমরা জেলা প্রশাসন অবশ্যই তাদের পাশে থাকবো এবং সহায়তা করবো। তাদের উৎসাহী করবো যে ধরণের সাপোর্ট দেয়ার প্রয়োজন আমরা সেই সার্পোট দিবো। আমরা চাই আমাদের মেধাবী সন্তানরা এই প্রযুক্তিকে আমাদের সামনে নিয়ে আসুক তাদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে আসবে। এই জন্য আমাদের এ আয়োজন।
তিনি আরো বলেন এই বিশ্বে যে চলমান যে স্থির তার সাথে যেনো আমরা নিজেদেরকে তাল মিলিয়ে চলতে পারি। আমরা বিশ্বের কারো দ্বারা শোষিত হতে চাই না। আমাদের কেউ শোষণ করুক আমরা সেটা চাই না কারো মুখাপেক্ষী হতে থাক হয়ে থাকতে চাই না।
আমাদের মেধা দিয়ে যোগ্যতা দিয় নিজের পায়ে দাঁড়াতে চাই এবং সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং দেশকে ভালোবেসে এই দেশের জন্য কাজ করতে হবে।