নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৩ সেপ্টেম্বর ২০২৫

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বিক্রি বন্ধে

দিগুবাবুর বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৫, ২ সেপ্টেম্বর ২০২৫

দিগুবাবুর বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বিক্রি বন্ধে শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ। অভিযানে ৮০৪ কেজি পলিথিন জব্দ করাসহ আইন অমান্যের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়ে । 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং খন্দকার শমিত রাজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে কিশোরগঞ্জ স্টোর থেকে ৩৫০ কেজি পলিথিন জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জুনায়েদ হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, জব্দ করা হয় ১০০ কেজি পলিথিন।  সিদ্দিক স্টোরকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা এবং জব্দ করা হয় ১৩০ কেজি পলিথিন।

বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয় ৮৭ কেজি পলিথিন এবং মেসার্স এল বি ট্রেডার্সের কাছ থেকে ১৩৭ কেজি পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানটি থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশন টিম। 

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল ইসলাম বলেন, আমরা নিয়মিত পরিবেশ বিষয়ক অভিযান চালিয়ে থাকি। আজকের অভিযানে ৮০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দের পাশাপাশি ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।