
নারায়ণগঞ্জকে মেট্রোরেলের MRT-2 line এ সংযুক্ত করার দাবিতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)’র নির্বাহী কর্মকর্তা নীলিমা আক্তারের সাথে মতবিনিময় করেছেন NGB থেকে একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ছাত্রজনতা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)’র সদর দপ্তর এই মতবিনিময় হয়। এই আলোচনায় DTCA নির্বাহী পরিচালক নিলিমা আক্তার কথা দিয়েছেন, তারা খুব শিগগিরই এই বিষয় নিয়ে জরিপ করে দ্রুত সিদ্ধান্ত নিবে নারায়ণগঞ্জবাসীর আকাঙ্ক্ষা ও চাহিদা কিভাবে পুরন করা যায়।
নারায়ণগঞ্জকে মেট্রোরেলের MRT-2 line এ সংযুক্ত করার দাবিতে উত্তাল নারায়নগঞ্জবাসী। জনগণের অধিকার আদায়ের বাহক হিসেবে কাজ করছে একটি অরাজনৈতিক সংগঠন New Generation's Bangladesh (NGB)।
যারা সর্বসর্বপ্রথম নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনার জন্য দাবি জানায়। গণস্বাক্ষর থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং অর্থ মন্ত্রণালয়,পরিকল্পনা মন্ত্রণালয়,পরিকল্পনা কমিশন, বিশ্ব ব্যাংক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সহ ৬ টি মন্ত্রণালয়ে NGB নারায়ণগঞ্জবাসীর পক্ষে চিঠি প্রদান করে।
তাদের একটাই লক্ষ্য নারায়ণগঞ্জবাসী্কে মেট্রোরেল থেকে বঞ্চিত হতে দিবেনা। প্রতিদিন ৪/৫ লক্ষ মানুষের যাতায়াত নারায়ণগঞ্জ থেকে ঢাকা। যানজট হ্রাস এবং সময়ের কালক্ষেপণ এড়ানো শিল্পকেন্দ্রিক এই জেলায় মেট্রোরেল এর বিকল্প নেই।
MRT-2 প্রকল্পটি (ঢাকা-নারায়নগঞ্জ) দীর্ঘ ৩৫ কিমি হওয়ার কথা ছিল যেখানে DMTCL এবং DTCA MRT-2 থেকে (-নারায়নগঞ্জ) কে বাদ রেখে ২৫ কিমি MRT line করার পরিকল্পনা করছে। তাই নারায়ণগঞ্জকে কোনো ভাবেই এই প্রকল্প থেকে যাতে বাদ না করা হয় সেজন্যই এই ছাত্র প্রতিনিধিগণ প্রত্যেক দায়িত্বশীল র্কর্মকর্তাদের সংঙ্গে বৈঠক করছে।