নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৯ সেপ্টেম্বর ২০২৫

ইভন হত্যার মূলহোতা সাইফুল গ্রেফতার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

ইভন হত্যার মূলহোতা সাইফুল গ্রেফতার 

ফতুল্লার ইসদাইর এলাকার  কিশোর গ্যাং লিডার নাহিয়ান জয় ইভন হত্যার মূলহোতা সাইফুল ওরফে পাগলা সাইফুলকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ফতুল্লার ইসদাইর  এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সাইফুলকে রাত ৯টায় গ্রেফতার করা হয়। 

এর আগে গত ৭ সেপ্টেম্বর রোববার  রাতে ইসদাইর এলাকায় স্টেডিয়ামের নাহিয়ান জয় ইভনকে সাইফুলসহ তার দুই ভাই কুপিয়ে যখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর  হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ইভন মারা যায়।  

এ বিষয়ে ফতুলা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানায়, ফতুল্লার ইসদাইর থেকে সাইফুলকে যৌথবাহিনী আটক করে আমাকে ফোন দিয়েছে তারা আমার পুলিশ তাকে থানায় নিয়ে আসছে। 

সম্পর্কিত বিষয়: